ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা প্রশ্ন "খ"ইউনিট (২০১৭-১৮)

ঢাকা বিশ্ববিদ্যালয়
"খ"ইউনিট (২০১৭-২০১৮)
01."ধার" শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত-
  1. বিপ্রকর্ষ
  2. স্বরভক্তি
  3. সম্প্রকর্ষ
  4. অন্তর্হিত
  5. Ans: c
02.মিথ্যা বিনিময়ের চেয়ে বেশি ভালো হলো-
  1. অহংকার
  2. সত্য
  3. লোকভয়
  4. ভণ্ডামি
  5. Ans: A
03."আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়....."
-সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কিসেরওপর ভরসা করতে চেয়েছিলেন?
  1. সাঁফ্রের সৈন্যদলের সাহসিকতার ওপর
  2. মোহনলাল-মিরমর্দানের বিচক্ষণতার ওপর
  3. মিরজাফর-রায়দুর্লভের স্বদেশপ্রেমের ওপর
  4. ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার ওপর
  5. Ans: C
04.পুরুষবাচক শব্দ নয়-
  1. বেঙ্গমা
  2. দীর্ঘাঙ্গী
  3. বষীয়ান
  4. দুঃখী
  5. Ans: B
05.গ্রিক ট্রাজেডির মর্মবাণী-
  1. অবিবেচনাপ্রসূত ত্রুটি
  2. অমোঘ বিধি
  3. অবশ্যম্ভাবি মূত্যু
  4. অন্তহীন পাপবোধ
  5. Ans: B
06.ঠিক শব্দগুচ্ছ হলো-
  1. নিস্কাসন,শীততাপ,দুর্ভীক্ষ
  2. অভীষ্ট,নিশ্চল,সমীচীন
  3. উদিচী,বুভুক্ষু,পোস্ট-অফিস
  4. লক্ষণ,মধ্যস্ত,উদ্ধোধন
  5. Ans: B
07.জাদুঘর গড়ে উঠেছিল-
  1. প্রতিষ্ঠাতার রুচিমাফিক
  2. ঐতিহ্য রক্ষার জন্য
  3. শুধু নিদর্শন সংগ্রহের জন্য
  4. জ্ঞানচর্চার জন্য
  5. Ans: A
08."এদের কেউ শ্রমিক,কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী ।"
বাক্যটি যে রচনা থেকে উদ্ধৃত-
  1. চাষার দুক্ষু
  2. আমার পথ
  3. মহাজাগতিক কিউরেটর
  4. জীবন ও বৃক্ষ
  5. Ans: C
09. "বাস্তবের বিশাল চত্ত্বরে হৃদয়ের হরি(ত) উপত্যকায়"
কী হয়?
  1. 'বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে'
  2. '...দুঃখিনী মায়ের অশ্রুজলে ফোটে ফুল'
  3. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখ্যের ছায়ায়
  4. কেউ বা ভীষণ জেদি,দারুন বিপ্লবে ফেটে পড়া
  5. Ans: B
বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে....... আপনার মতমত কমেন্ট করে জানান

Comments

Popular posts from this blog

অখন্ড বাংলা আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তি ও দেশ ও সংগঠনের অবদান

খেলাধুলার নিয়ম কানুন (ক্রিকেট, ফুটবলের) সকল নিয়ম