অখন্ড বাংলা আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?
প্রারম্ভিক কথা : অখন্ড বাংলা প্রতিষ্ঠার চেষ্টা ছিল হােসেন শহীদ সােহরাওয়ার্দীর আজীবনের স্বপ, কিন্তু কিছু কারনে তার এই স্বপ্ন বাস্তবে রুপলাভ করতে পারেনি মুলত যে কান বিষয় বা ঘটনার সাফল্য অথবা ব্যর্থতার পেছনে কতগুলাে কারণ থাকে তেমনি অখও স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের আন্দোলন ব্যর্থতার পেছনেও কতগুলাে কারণ ছিল যে সমস্ত কারণে অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের আন্দোলন ব্যর্থ হয়।
ব্যর্থতার কারণ :
১. সাংগঠনিক কারণ : এ প্রস্তাব উদ্যোগতাদের সাংগঠনিক দুর্বলতা ছিল তারা কংগ্রেস ও মুসলিম লীগের শীর্ষ স্থানীয় নেতাদের ঐক্যবদ্ধ করে প্রস্তাব গ্রহণ করতে পারেনি।
২. বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের দ্বন্দ্ব : বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অনৈক্য অখন্ড বাংলা গড়ার অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায় । বাংলা বিভক্তির উপর গণভোটের আয়োজন করা হলে আন্দোলন সফল হতো ।
৩. কমিউনিস্ট পার্টির দায়িত্ব : কমিউনিস্ট পার্টি অখন্ড বাংলার পক্ষে থাকলেও তারা তাদের দায়িত্ব পালনে অবহেলা করে।
৪. জনসংখ্যার বিভাজন : পশ্চিম বাংলায় হিন্দু এবং পূর্ব বাংলায় মুসলমান জনবসতি বেশি ছিল।ফলে হিন্দুদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি হয়। তারা কোলকাতার খনিজ সম্পদ এলাকা নিজেরা একা ভোগ করতে চেয়েছিল।
৫. সাম্প্রদায়িক দাঙ্গা : ৪০ এর পর থেকে মুসলামান ও হিন্দুদের দাঙ্গা বৃদ্ধি পায়। ১৯৪৬ সালের ১৬ আগস্ট ভয়াবহ দাঙ্গার পর মুসলমান ও হিন্দুদের মধ্যকার সম্পর্কে ফাটল দেখা দেয়।
৬. বিলম্বিত প্রয়াস : এর ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে অনেকে বলেন যে ,এটি ছিল বিলম্বিত উদ্যোগ। বাংলার গভর্নরসহ এ প্রস্তাবের উদ্যোক্তা এ কথা প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছে।
৭. কংগ্রেসের বিরোধিতা : কংগ্রেসের হাইকমান্ডের বিরোধিতা ব্যর্থতার অন্যতম কারণ । জওহরলাল নেহেরু ও সরদার বল্লভ ভাই প্যাটেল এর তীব্র সমালোচনা করেন।
Nice
ReplyDeleteঅসাধারণ
ReplyDeletegoog
ReplyDeleteThanks for your description..
ReplyDeleteThanks.
ReplyDeletethanks for the information
ReplyDeleteThanks for the information
ReplyDelete