নিজেকে যাচাই করুন

নিজেকে যাচাই করুন

উত্তর না পারলে নিচের অংশ থেকে উত্তর দেখুন।
১)বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
২)প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
৩)প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
৪)বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
৫)কবেকোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
৬)চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
৭)স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবেকোথায় স্থাপন করা হয়?
৮)মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
৯)মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবেকোথায় সংগঠিত হয়?
১০)শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
১১)শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
১২)এ দেশের মাটি চাইমানুষ নয়) এ উক্তি কার?
১৩)সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
১৪)বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
১৫)বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
১৬)বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
১৭)বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
১৮)বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
১৯)মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
২০)কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
২১)মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
২২)মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
২৩)মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
২৪)মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
২৫)মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
২৬)মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
২৭)জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
২৮)বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
২৯)প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
৩০)সাইমন ড্রিং কে ছিলেন?
৩১)স্বাধীনতা যুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
৩২)মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
৩৩)কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
৩৪)স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
৩৫)স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
৩৬)স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
৩৭)স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
৩৮)স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
৩৯)কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
৪০)কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
৪১)সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
৪২)বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
৪৩)কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে নেই?
৪৪)বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায়?
৪৫)দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
৪৬)বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
৪৭)স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
৪৮)বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
৪৯)ভারত)বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
৫০)ভারত)বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
৫১)ভারত)বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
৫২)পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?
৫৩)মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
৫৪)জেনারেল একে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
৫৫)আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
৫৬)জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
৫৭)কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
৫৮)স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘চরমপত্র’ নামক কথিকা কে পাঠ করতেন?
৫৯)২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?
৬০)বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
৬১)বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?

উত্তর মালাঃ
১)উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
২)উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়
৩)উঃ ০২ ই মার্চ১৯৭১
৪)উঃ আ স ম আব্দুর রব
৫)উঃ ০৩ মার্চ১৯৭১পল্টন ময়দানে
৬)উঃ ২৬ মার্চ১৯৭১
৭)উঃ চট্টগ্রামের কালুরঘাটে২৬ মার্চ১৯৭১
৮)উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৯)উঃ ১৯ মার্চ১৯৭১ গাজিপুরে
১০)উঃ ২৫ মার্চ১৯৭১ মধ্যরাতে
১১)উঃ ১০ জানুয়ারী ১৯৭২
১২)উঃ জেনারেল ইয়াহিয়া খান
১৩)উঃ ১০ এপ্রিল১৯৭১
১৪)উঃ ১০ এপ্রিল১৯৭১
১৫)উঃ ১৭ এপ্রিল১৯৭১
১৬)উঃ ১৭ এপ্রিল১৯৭১
১৭)উঃ ৬ জন
১৮)উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে
১৯)উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া
২০)উঃ তাজউদ্দিন আহম্মেদ
২১)উঃ এমমনসুর আলী
২২)উঃ তাজউদ্দিন আহম্মেদ
২৩)উঃ শেখ মুজিবর রহমান
২৪)উঃ সৈয়দ নজরুল ইসলাম
২৫)উঃ অধ্যাপক ইউসুফ আলী
২৬)উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
২৭)উঃ ১৮ এপ্রিল১৯৭১
২৮)উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার
২৯)উঃ এম হোসেন আলী
৩০)উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন
৩১)উঃ ১৮ এপ্রিল কলকতায়
৩২)উঃ ১১ টি
৩৩)উঃ ১০ নং সেক্টর
৩৪)উঃ ৭ জন
৩৫)উঃ ৬৮ জন
৩৬)উঃ ১৭৫জন
৩৭)উঃ ৪২৬ জন
৩৮)উঃ ৬৭৬ জন
৩৯)উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন
৪০)উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন
৪১)উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
৪২)উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে
৪৩)উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের
৪৪)উঃ ভারতের আমবাসা এলাকায়
৪৫)উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি
৪৬)উঃ মাদার মারিও ভেরেনজি
৪৭)উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ডঅষ্ট্রেলিয়া
৪৮)উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক
৪৯)উঃ ২১ নভেম্বর১৯৭১
৫০)উঃ ০৬ ডিসেম্বর১৯৭১
৫১)উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা
৫২)উঃ জেনারেল একে নিয়াজী
৫৩)উঃ রেসকোর্স ময়দানে
৫৪)উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার
৫৫)উঃ তৎকালিন বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার
৫৬)উঃ ৯৩ হাজার
৫৭)উঃ আবদুস সাত্তার
৫৮)উঃ এম আর আখতার মুকুল
৫৯)উঃ ১৯৮০ সালে
৬০)উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল১৯৭১)
৬১)উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর১৯৭১)

Comments

Popular posts from this blog

অখন্ড বাংলা আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তি ও দেশ ও সংগঠনের অবদান

Some famous quotes of Abul Kalam